চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বর্ণের বারসহ শহিদুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৪ ডিসেম্বর) দুবাই থেকে আগত একটি ফ্লাইটে অনুসন্ধান করে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ।
ক্ষুদে বার্তায় শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, আটককৃত ব্যক্তির নিকট থেকে ৭ পিস স্বর্ণের বার (প্রতিটি ১১৬ গ্রাম) ও ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। শহিদুল ইসলামের বাড়ি কক্সবাজারের চকোরিয়া উপজেলায়।
আটককৃত সোনার মূল্য আনুমানিক এক কোটি টাকা।
যাত্রীর বিরূদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Discussion about this post