নাটোরের লালপুরে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ব্রেক জ্যাম হয়ে বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ট্রেন।
শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালপুরের আজিমনগর স্টেশনের পূর্বে মহিষাখোলা এলাকায় এই ঘটনা ঘটে। পরে ট্রেনটি প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান করে। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়।
স্থানীয়রা জানান, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ট্রেন থেমে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় এক নারী যাত্রী আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দেন, এতে তিনি আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, আনুমানিক রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।
এস এইচ/
Discussion about this post