বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামী রোববার (৯ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
এদিন দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্টরা টেলিফোন (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭) বা ফ্যাক্স (০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১) নম্বরে ইসলামিক ফাউন্ডেশনে জানানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমেও তথ্য দেওয়া যাবে।
চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জানা যাবে, বাংলাদেশে ঈদুল ফিতর কবে উদযাপিত হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা গেলে সেখানে ঈদ এক দিন আগে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ইউ/
Discussion about this post