বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে চাকরির পরীক্ষা ও নিয়োগ কার্যক্রম চালু করার জন্য আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। একইসঙ্গে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বেকারত্বের প্রেক্ষাপটে প্রহসনমূলক আবেদন ফি বাতিলের দাবি জানিয়েছেন এই সমন্বয়ক।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪২ মিনিটে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এ আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। পোস্টে শুরুতেই তিনি লিখেছেন, ‘আমি যেকোনো সময় আত্মহত্যা করতে পারি। ঠিক যতগুলো কারণে আমার বন্ধু মনজু গতকাল এসএম হলে আত্মহত্যা করেছে, আত্মহত্যা করার জন্য আমার কাছেও ঠিক ততোগুলো কারণ রয়েছে।’
তিনি আরও বলেন, অর্থাভাবে নিত্যদিনের খাবার, চাকরির অ্যাপ্লিকেশন ফি, এবং অন্যান্য খরচের চিন্তায় বেকার যুবকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
হাসনাত তার পোস্টে চাকরিপ্রার্থীদের ভোগান্তি, মানসিক বিপর্যয় ও সামাজিক চাপের কথা উল্লেখ করে বলেন, “পরিবার ও সমাজের ‘এখন কী করো?’ প্রশ্নটি এখন আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের মানসিক অবস্থা ও চাহিদা বোঝার চেষ্টা না করে কেবল চাকরির প্রত্যাশা নিয়ে আমাদের বিচার করা হয়।”
তিনি আরও বলেন, “বেকারত্বের এ সময়ে আবেদন ফি যেমন প্রহসনমূলক, তেমনি এর প্রভাব চাকরিপ্রার্থীদের আর্থিক ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মকভাবে পড়ছে।”
হাসনাত সরকারের প্রতি আবেদন জানান, পিএসসির দ্রুত সংস্কার করে পরীক্ষাগুলো কার্যকর করা হোক এবং আবেদন ফি বাতিল করা হোক।
এ ইউ/
Discussion about this post