দেশে চালের কোন অভাব নেই। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হয়। কেউ কৃত্রিম সংকট করে চালের মূল্যবৃদ্ধি করলে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) খাদ্য অধিদফতরের সভাকক্ষে অটো রাইস মিল মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় তাদের প্রতি এ আহবান জানান খাদ্য সচিব। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মতবিনিময় সভায় দেশের চালের সরবরাহ, বাজার দর পর্যালোচনা এবং মিলারদের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বন্যা দুর্গত জেলাগুলোর খাদ্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
খাদ্য সচিব বলেন, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন/২০২৩ অনুযায়ী চালের বস্তার গায়ে ধানের জাত, উৎপাদনের তারিখ ও মূল্য লেখা নিশ্চিত করতে হবে। খাদ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে না জড়াতে তিনি মিলারদের প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় অটো রাইস মিলের মালিকরা তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধা উপস্থাপন করেন। তারা জানান, দেশে পর্যাপ্ত পরিমাণ ধান ও চালের মজুদ রয়েছে। বাজারে এই মূহর্তে চালের কোন ঘাটতি নেই।
এ সময় খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) প্রদীপ কুমার দাস, খাদ্য অধিদফতরের উচ্চপদস্থ কর্মকর্তাসহ মিল মালিক নেতারা উপস্থিত ছিলেন।
এম এইচ/
Discussion about this post