কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে রাজধানীর বাজারে পণ্যের দামে দেখা দিয়েছিল অস্থিরতা। ১৫০ টাকাও ছাড়িয়েছিল বেশকিছু সবজির দাম। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বাজারে এখন পণ্য সরবরাহ বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে মাছ ও মুরগিসহ প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। তবে উল্টো চিত্র চালের বাজারে; দাম বেড়ে গেছে কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত।
শুক্রবার (০২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল মার্কেট ও হাতিরপুল বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে মাছের দাম। প্রতি কেজিতে পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকায়, রুই (দেড়-দুই কেজি) ৩৫০ থেকে ৩৬০ টাকায়, তেলাপিয়া ১৯০ থেকে ২০০ টাকায় আর পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
টাউন হল মার্কেটের মাছ বিক্রেতা রাজা মিয়া বলেন, আড়তে মাছের সরবরাহ বেড়েছে। সেই তুলনায় বাজারে মাছের চাহিদা নেই। ফলে দাম কিছুটা কমতি।তবে ভরা মৌসুমেও বাজারে চড়া দাম ইলিশের। খুচরা বাজারে এক কেজি ওজনের ইলিশ ১৫০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশ (৫০০ থেকে ৬০০ গ্রাম) বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়।
এদিকে, চালের বাজারে নতুন করে তৈরি হয়েছে অস্থিরতা। চালের বস্তাপ্রতি (৫০ কেজির বস্তা) দাম বেড়ে গেছে ১০০-১৫০ টাকা পর্যন্ত।
মোটা চাল (স্বর্ণা) কেজিতে ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫২ টাকায়। অর্থাৎ বস্তাপ্রতি দাম বেড়েছে ১০০ টাকা। এছাড়া মাঝারি মানের চাল (বিআর-২৮) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৬ টাকায়; গত সপ্তাহে এর দাম ছিল ৫৫ টাকা। কেজিতে ৩ টাকা বেড়ে বিআর-২৯ বিক্রি হচ্ছে ৫৮ টাকায়। তবে দাম বাড়েনি সুগন্ধি চালের; প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
এস এম/
Discussion about this post