বাসমতি ব্যতিত সব ধরনের সাদা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভারতের কেন্দ্রীয় সরকার এই বিষয়ে নির্দেশনা জারি করে। এই নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে বলে সরকারি নির্দেশনায় বলা হয়েছে।
চালের রপ্তানিতে শুল্কও কমানো হয়েছে। আগে যেখানে রপ্তানি শুল্কের হার ছিল ২০ শতাংশ, তা নামিয়ে আনা হয়েছে দশ শতাংশে।
সরকারের এই পদক্ষেপে উচ্ছ্বসিত দেশটি চাল রপ্তানিকারকরা। এই সিদ্ধান্ত অভ্যন্তরীণ কৃষিক্ষেত্র এবং আন্তর্জাতিক চালের বাজারে নির্ণায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে ২০২৩ সালের ২০ জুলাই বিশ্ববাজারে চাল রপ্তানিতে নিষেধজ্ঞা দেয় ভারতের কেন্দ্রীয় সরকার।
এম এইচ/
Discussion about this post