বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজ (২ জানুয়ারি) চট্টগ্রাম আদালতে তোলা হবে। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায়। সকাল থেকেই আদালতের প্রবেশমুখে পুলিশ, সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এর আগে ৩ ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল, তবে আসামিপক্ষের কেউ উপস্থিত না থাকায় আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আজ পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি সাংবাদিকদের বলেছিলেন, ২ জানুয়ারির মধ্যে তিনি বাংলাদেশে এসে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে দাঁড়াবেন। তবে কিছু সময় পর তিনি জানান, তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং সুস্থ হয়ে উঠলে বাংলাদেশে ফিরবেন। তিনি আরও বলেন, যদি তিনি না যেতে পারেন তবে অন্য আইনজীবীরা চিন্ময়ের পক্ষে আদালতে দাঁড়াবেন।
এস এইচ/
Discussion about this post