চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। আবারও সড়কে সেই যানবাহনের দীর্ঘ লাইন, জনমানুষের ভোগান্তি সঙ্গে দীর্ঘক্ষণ গণপরিবহনের জন্য অপেক্ষা। বৃষ্টিস্নাত আবহাওয়াও যেন তাতে যোগ করেছে আরও একটু মাত্রা।
সোমবার (১৯ আগস্ট) সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ও রাস্তা ঘুরে দেখা যায়, যান চলাচল ও মানুষের আনাগোনা দুই-ই উল্লেখযোগ্য হারে বেড়েছে।
১৫ মিনিটের পথ আবারও লাগছে ৪৫ মিনিট। এতে যেন নতুন করে মেট্রোরেলকে মিস করছেন অনেকে। যদিও ভোগান্তির মধ্যেও অনেকেই খুঁজে পেয়েছেন শান্তি। তাদের মতে, দেশ স্বাভাবিক হতে শুরু করেছে এটাই এখন বড় পাওয়া।
তবে পরিবহন চালক এবং সংশ্লিষ্টদের মধ্যে রয়েছে রুটিরুজির শঙ্কা। কেননা, জ্যাম বাড়লে গাড়ির গতির সঙ্গে কমে যায় আয়ের গতিও।
শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অফিস-আদালত পুরোদমে চালু হয়ে যাওয়ায় রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে বলে জানান ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বশীলরা।
তারা বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন তারা।
শত বাধা-বিপত্তি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হোক দেশ, স্বস্তি ফিরুক জনজীবনে, সঙ্গে কেটে যাক দেশের সব সমস্যা এমনটাই চাওয়া জনসাধারণের।
এম/এইচ
Discussion about this post