ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ আমেরিকার দেশ চিলির ভালপারাইসো অঞ্চল। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া দাবানলের জেরে দেশটির আরেক শহরে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এ অবস্থায় দেশে জরুরি অবস্থা ঘোষণা করে প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জানান, পরিস্থিতি মোকাবেলায় তিনি সব ধরণের পদক্ষেপ নেবেন।
চিলির ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল বলে ধারণা করা হচ্ছে। হতাহতের মধ্যে অনেকেই গ্রীষ্মকালীন ছুটি কাটাতে উপকূলীয় অঞ্চলটিতে এসেছিলেন।
প্রতিবেদনে বলা হয়, চিলির ভালপারাইসো অঞ্চলে দাবানলে ৯৯ জনের বেশি নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা করবেন তিনি।
এদিকে চিলির আবাসন মন্ত্রণালয় জানিয়েছে, দাবানলে ৩ হাজার থেকে ৬ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দাবানল ছড়িয়ে পড়ার পর গত শনিবার ভিনা ডেল মার, লিমাচে, কুইলপু এবং ভিলা আলেমনায় কারফিউও জারি করা হয়েছিল।
এফএস/
Discussion about this post