চীনের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত গুয়াংঝু প্রদেশের রাজধানীতে শনিবার (২৭ এপ্রিল) বিকেলে টর্নেডো আঘাত হানে। টর্নেডোর আঘাতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৩ জন।
এক কোটি ২৭ লাখ মানুষের বসবাস শহরটিতে। হাজার হাজার কারখানা রয়েছে , দেশের রপ্তানি খাতে এই প্রদেশটি অন্যতম গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ আবারও কমলো স্বর্ণের দাম
রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, শহরটির প্রায় ১৪১টি কারখানা টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় হতাহতের ঘটনা ঘটে। চলতি সপ্তাহের শুরুর দিকে গুয়াংঝু প্রদেশে ভারি বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ১৯৫০ সালের পর থেকে এটাই ছিল ওই প্রদেশে সবচেয়ে ভয়াবহ বন্যা।
এর আগে গেল বছরের সেপ্টেম্বর মাসে দেশটির পূর্বে জিয়াংসু প্রদেশের সুকিয়ানেএকটি টর্নেডো আঘাত হানে। তাতে ১০ জনের প্রাণহানি হয়। এর আগে ২০২১ সালে একদিনে দুটি টর্নেডো আঘাত হানে চীনে উহানে। এতে শহরটিতে অন্তত ১২ জনের মৃত্যু হয়।
এ এ/
Discussion about this post