ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। সম্প্রতি কিছু সংবাদ থেকে জানা যায় শাকিবের জন্য ডাক্তার পাত্রী খুঁজছে তার পরিবার। তবে পাত্রীর পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি।
এই খবরের পর থেকেই অনেকে ধারনা করছেন শাকিবের হবু বউ হবে মিষ্টি জান্নাত। কারন তিনি নায়িকা হওয়ার পাশাপাশি একজন চিকিৎসকও বটে। তাছারা এই বিষয় নিয়ে প্রশ্ন করায় মিষ্টি জান্নাত অস্বীকার করেন নি কোনোকিছুই। বরং শাকিব খানের সঙ্গে বিয়ের খবরটি গুঞ্জন হিসেবেই আপাতত রাখতে চেয়েছেন তিনি।
এবার শাকিব-মিষ্টির বিয়ের গুঞ্জনে যোগ দিয়েছেন উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি তিনি বলেছেন, ‘ওই মেয়ে ভাইরাল হওয়ার জন্যই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।’
এই বক্তব্য শুনে পর চরম ক্ষেপেছেন মিষ্টি জান্নাত। তিনি বলেন, শাহরিয়ার নাজিম জয় তাকে খুব ভালো করেই চেনে। তাছাড়া জয় নাকি তাকে প্রায় এ ম্যাসেজ করে। কিছুদিন আগেই তাকে নিয়ে লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। এমনকি অফস্ক্রিনে জয় তাকে চুমু দেওয়ার চেষ্টা করে এমন ভিডিও আছে তার কাছে। আর এখন তাকে ‘ওই মেয়ে’ বলে সম্মোধোন করে না চেনার ভান করছেন।
মিষ্টি জান্নাত আরো বলেন জয় সিনিয়র না হলে, জয়কে ধরে থাপড়াতেন তিনি।
এ এস/
Discussion about this post