তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে চুয়াডাঙ্গায়। টানা তিন দিন থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। টানা তাপদাহে অতিষ্ঠ এখানকার জনপদ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে প্রাণীকূল। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস বেলা তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিন দেখা গিয়েছে তাপপ্রবাহে জনসাধারণকে সতর্ক ও সচেতন করতে হিট এলার্ট জারি করে মাইকিং করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে এই চলমান তাপপ্রবাহ বিপাকে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।
তারা একটু কাজ করেই ছায়া শীতল পরিবেশ বিশ্রাম নিচ্ছে। তীব্র তাপপ্রবাহ রাস্তার বিটুমিন গলে যেতেও দেখা গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। বর্তমানে এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। খুলনা বিভাগে আপাতত কোনো প্রকার বৃষ্টির সম্ভবনা নাই। দিনের তাপমাত্রা বাড়তে পারে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
টিবি
Discussion about this post