জনপ্রিয় গায়ক তাসরিফ খানের ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। শুক্রবার (১৪ জুন) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে গায়ক নিজেই এ তথ্য জানিয়েছেন।
পোস্টে তিনি লিখেন, ‘আমার ডান চোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে। আমার জন্য দোয়া করবেন।’ তরুণ এ গায়কের কাছ থেকে হঠাৎ এমন দুঃসংবাদ পেয়ে রীতিমতো দুঃখ প্রকাশ করেন তার ভক্তরা। একইসঙ্গে তার সুস্থতা কামনা করেন তারা।
এর আগে গত বছরের মার্চে ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হন তাসরিফ খান। টাঙ্গাইলে একটি শো করতে যাওয়ার সময় হঠাৎ করেই মুখের অংশে সমস্যা অনুভব করেন তিনি। এরপর চিকিৎসকের দ্বারস্থ হয়ে চিকিৎসা নেন এই সংগীতশিল্পী।
‘কুড়েঘর’ ব্যান্ডের মাধ্যমে গান দিয়ে লাখো ভক্তের মন জয় করে নিয়েছেন তাসরিফ খান। দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করেন তিনি। কয়েকটা বাদ্যযন্ত্র আর সঙ্গীদের নিয়ে কখনও চলে যান সমুদ্র সৈকতে আবার কখনও পাহাড়ে। সেখানে গান গেয়ে মনোরঞ্জন করেন স্থানীয়দের। সামাজিক মাধ্যমে তা শেয়ার করেন অনুরাগীদের মাঝেও। এ ছাড়া সমাজসেবক হিসেবেও তরুণদের মাঝে বেশ জনপ্রিয় তাসরিফ খান।
এ এস/
Discussion about this post