নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ফেব্রুয়ারি মাসে কোনো প্রোগ্রাম আয়োজনের চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, আমরা বিভিন্ন প্রোগ্রাম প্রতিহত করছি এবং ছাত্রলীগের অনেক নেতাকে গ্রেপ্তার করেছি। যদি তারা কোনো আয়োজন করার চেষ্টা করে, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।
শুক্রবার (৩১ জানুয়ারি) অমর একুশে বইমেলা উপলক্ষে নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, গত সরকারের আমলে বইমেলা নিয়ে সহিংসতার ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের ওপর নজরদারি রাখা হচ্ছে।
তিনি আরও জানান, বইমেলায় উসকানিমূলক বই নিয়ে বাংলা একাডেমির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে, যাতে কোনো ধরনের উসকানিমূলক বই মেলায় না আসে।
এ ইউ/
Discussion about this post