নারায়ণগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। বুধবার (১২ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, গাছে ঝুলিয়ে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ৫৪ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত বেঁধে গাছের সঙ্গে ঝোলানো হয়েছে।
ঝোলানো অবস্থায় উত্তেজিত কয়েকজন যুবক তাকে মারধর করছেন। এসময় এ ঘটনার ভিডিও অনেকেই মোবাইলে ধারণ করছিলেন। স্থানীয় জনতার অভিযোগ, তাদের কাছে আটক হওয়া এই যুবকসহ আরো কয়েকজন নগরীতে চুরি-ছিনতাইয়ের সঙ্গে যুক্ত।
ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের চায়ের দোকানি আজাদ মিয়া বলেন, ‘ছিনতাইকারী বইলা এক ছেলেকে মারতে মারতে শহীদ মিনারে নিয়ে আসা হয়। পরে তাকে গাছে বেঁধেও মারধর করা হয়। লাঠি, রড দিয়ে পেটানো হয়। বেশ কিছুক্ষণ মারধরের পর তাকে ছেড়ে দেওয়া হয়।’ প্রায় সময়ই শহীদ মিনারে চোর, ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধরের ঘটনা ঘটে বলে জানান এ চা দোকানি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, ‘ঘটনার পরে খবর পেয়েছি। ভুক্তভোগী যুবক ও ঘটনার সঙ্গে জড়িত কারো খোঁজ পাওয়া যায়নি। আমরা প্রতিনিয়ত চুরি, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।
আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। সেক্ষেত্রে যিনি আইন নিজের হাতে তুলে নেবেন তিনিও আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবেন।
এ ইউ/
Discussion about this post