একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট পেলে বিএনপি ই বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৬ নভেম্বর) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, দলীয় নেতাকর্মী, সমর্থকদের জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে হবে। নিরপেক্ষ ভোট হলে বিএনপি জনপ্রিয় দল হিসেবেই বিপুল পরিমাণ ভোটে বিজয়ী হবে।
তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিজয়ের আত্মবিশ্বাস থাকা ভালো তবে অবশ্যই খেয়াল রাখবেন অতি আত্মবিশ্বাসী হয়ে নিজেদেরকে জনগনের কাছ থেকে বিচ্ছিন্ন রাখবেন না। জনগনের কাছে পছন্দ নয় এমন কোনো কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবেন ।
তিনি বলেন, স্বৈরাচার সরকারের কুফল এখনও জনগণকে বয়ে বেড়াতে হচ্ছে। দেশের মানুষ পরাধীনতার শেকলে আটকা পড়েছিল। বিডিআর বিদ্রোহে নিহতদের পরিবারের সদস্যরা বিচার দাবি করারও সাহস করেননি।
এ সময় আগামী দিনের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, সবসময় অতীত নিয়ে পড়ে না থেকে, শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ গড়ে তোলাই এখন প্রত্যাশা।
Discussion about this post