জন্ম নিবন্ধন নিয়ে নানা জটিলতা ও অনিয়ম প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জন্ম নিবন্ধন- এটার কোনো মা-বাপ আছে বলে আমার মনে হয় না। নিয়ম আছে কিন্তু মা-বাপ নাই।
রবিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জন্ম নিবন্ধন ব্যবস্থায় সৃজনশীল উপায় বের করার তাগিদ দিয়ে তিনি বলেন, সরকার ব্যবস্থা করতে পারে নাই বলে অজুহাত দিলে তো চলবে না। নিশ্চয়ই ব্যবস্থা আছে। কিছু একটা করতে হবে। ওই যে বললাম, টাকা দিলে করে দিতে পারে, সেটা সরকার কেন পারবে না। কাজেই আমাদের সেই ব্যবস্থা করতে হবে। জন্ম সনদ তার প্রাপ্য, যে কোন সময়, যে বয়সেই চায়, তাকে দেবার ব্যবস্থা করতে হবে। কী করতে হবে, সৃজনশীল হতে হবে। এটা থেকে আমাদের নিয়ম বের করতে হবে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ধরেন, আমি মধ্য বয়সে বা শেষ বয়সে কোথাও যেতে চাই, একটা পাসপোর্ট দরকার। পাসপোর্ট করা হয়নি, জন্ম নিবন্ধন লাগবে। আমার আমলে জন্ম নিবন্ধন কে করতো জানিও না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাওয়া যায়। পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে। তখন পয়সা না দিলেও ঠিকই চলে আসা উচিত। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য, আমার জন্ম সনদ।
প্রধান উপদেষ্টা আরও বলেন, এটার ওপরই সমস্ত কিছু নির্ভরশীল। জন্ম সনদ, জন্মসূত্রে আমি বাংলাদেশি, এটা একটা প্রমাণ, দালিলিক প্রমাণ। এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে বহু কিছু করব। ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না। এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। সব আটকিয়ে গেল। আমরা বলছি যে, এটা সবার একই সঙ্গে সমস্ত কিছু হতে হবে। যদি আমার জন্ম সনদ থেকে থাকে, তাহলে আমি এনআইডি পাবো।
এ ইউ/
Discussion about this post