সৌদি থেকে আনা পবিত্র জমজম কূপের পানি বিক্রি করা সম্পূর্ণ অবৈধ বলে সাফ জানিয়ে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একইসঙ্গে ধর্মীয় অনুভূতি পুঁজি করে চটকদার বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেছে সংস্থাটি। আতরসহ বিভিন্ন পণ্য বিক্রয়কারী ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।
রোববার (১৪ জানুয়ারি) ঢাকার কারওয়ান বাজারের টিসিবি ভবনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ে পবিত্র জমজম কূপের পানি, রিয়াজুল জান্নাহ নামে জায়নামাজ, আতর, খেজুর ইত্যাদি পণ্য বিক্রয়কারী সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অংশগ্রহণে মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে।
সভায় উপস্থিত ছিলেন অধিদফতরের পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন।
গত ৪ জানুয়ারি অবৈধভাবে জমজম কূপের পানি, রিয়াজুল জান্নাহ’র জায়নামাজ বিক্রি ও মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রির দায়ে হারামাইন স্টোর নামে একটি অনলাইন শপকে ৩ লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দোয়া হয় বলেও জানান তিনি।
তিনি বলেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা-অধিকারবিরোধী কার্য প্রতিরোধের লক্ষে অধিদফতর নিয়মিত বাজার অভিযান পরিচালনা করে যাচ্ছে। এছাড়াও অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে নকল ও ভেজালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ভোক্তারা কোনো পণ্য বা সেবা ক্রয় করে প্রতারিত হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ দায়ের করার কথাও বলেন তিনি।
এফএস/
Discussion about this post