সম্প্রতি বন্ধু মণীশ জমি বিক্রি করেছিলেন। তারপরেই তিনি আয়োজন করেন এক পার্টির। সেখানে উপস্থিত হন ইউটিউবার দীপক নগর। জানা গেছে, মদ্যপ অবস্থায়ই তিনি বন্ধুদের হাতে মারধরের শিকার হন। আর সেখানেই তার মৃত্যু হয়।
পার্টিতে উপস্থিত থাকা সবাই মদ্যপ অবস্থায়ই ছিলেন। সেই অবস্থায় ঝগড়ার বশে ইউটিউবারকে অনেক মারধর করা হয়। মাথায় আঘাত করার পাশাপাশি লাঠি দিয়েও পেটানো হয় তাকে। আর তখনই মাথায় গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয় তার। অভিযোগ উঠেছে হত্যার।
এরমধ্যে পুলিশের কাছে সাতজনের নামে এফআইআর করা হয়েছে। এই সাতজন ব্যক্তিই প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন ঘটনার সঙ্গে।
রোববার (২৮ জানুয়ারি) ভারতের দিল্লির নয়ডার পুলিশ স্টেশনের অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘটে। ইউটিউবার দীপক এদিন মহম্মদপুরের গুর্জর গ্রামে বন্ধুদের সঙ্গে মদের পার্টিতে যোগ দিয়েছিলেন।
গত পাঁচ বছর ধরে বিভিন্ন ভিডিও বানিয়ে সেগুলো ইউটিউবে পোস্ট করতেন দীপক। জানা যায় তার এক লাখেরও বেশি ফলোয়ার ছিল। ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, মণীশ নামের যে ব্যক্তি এই পার্টির আয়োজন করেছিলেন তিনি একটি জমি ৬০,০০০ টাকায় বিক্রি করেছিলেন। তারপরেই তিনি এই আয়োজন করেন।
সেই পার্টিতে উপস্থিত ছিলেন সাত অভিযুক্ত, মণীশ, প্রিন্স, ভিকি, যোগেন্দ্র, বিজয়, কপিল এবং মিঙ্কু। তারা সবাই যখন দীপকের সঙ্গে পার্টিতে মশগুল ছিলেন, তখন আচমকাই বিবাদের সূত্রপাত হয়। মদ খাওয়া নিয়ে ঝগড়া লাগে মণীশ এবং দীপকের মধ্যে। সেখান থেকেই শুরু হয় হাতাহাতি। এরপর লাঠি দিয়ে দীপককে পেটাতে শুরু করেন মণীশ। এমনটাই দাবি মৃতের পরিবারের। সেই ঘটনার পর সোমবার দীপককে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু একাধিক আঘাত থাকার কারণে দ্রুত তার অবস্থার অবনতি হয়। এরপর সেখানেই তার মৃত্যু হয়।
এফএস/
Discussion about this post