ভারতের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। ওই সিদ্ধান্ত ‘অসাংবিধানিক’ নয় বলে আদালত রায় দিয়েছে।
সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরে দ্রুত রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া এবং সামনের বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য আদালত আদেশ দিয়েছে।
ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, বিআর গাভাই এবং সূর্যকান্তের সমন্বয়ে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ দেশটির সংবিধানের ৩৭০ ধারা বাতিল করার চ্যালেঞ্জ করে পিটিশনের রায়ে এই নির্দেশ দেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের আগস্টে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের মাধ্যমে জম্মু ও কাশ্মীর অঞ্চলের রাজ্যত্ব ও বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রীয় শাসন জারি করে নরেন্দ্র মোদী সরকার। । ওই অনুচ্ছেদ অনুযায়ী জম্মু ও কাশ্মীরের নিজেদের সংবিধান ও আলাদা পতাকার অধিকার দেয়া হয়েছিল। সেই সঙ্গে অঞ্চলটির স্থায়ী বাসিন্দাদের বিশেষ অধিকার ও সুযোগ-সুবিধার নিশ্চিতের স্বীকৃতি রয়েছে এমন অনুচ্ছেদও (৩৫/এ) বাতিল করা হয়।
রায়ে ভারতের প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের হাতে যে সমস্যাটি রয়ে গেছে, সেটি হলো, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা অস্থায়ী কি না, ৩৭০ (১) (ডি) অনুচ্ছেদ ব্যবহার করে বিধানসভার মাধ্যমে গণপরিষদ প্রতিস্থাপন বৈধ কি না এবং গণপরিষদের সুপারিশের অভাবে জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন বৈধ কি না।’
এসব প্রশ্নের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, ‘২০১৯ সালের ঘোষণা ছিল একীকরণ (ভারতের সঙ্গে কাশ্মীরের) প্রক্রিয়ার চূড়ান্ত পরিণতি এবং এটি ক্ষমতার একটি বৈধ অনুশীলন।’
সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা হতাশা প্রকাশ করেছেন।
Discussion about this post