পরিবারের অপেক্ষায় সৌদি আরব ফেরত হোসনে আরা। মানসিকভাবে অসুস্থ হওয়ায় নিজ ও নিজ পরিবারের বিষয়ে কিছুই বলতে পারছেন সৌদি ফেরত এই প্রবাসী নারী ।
বুধবার সকালে ইনডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সৌদি থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। এরপর থেকেই বিমানবন্দরের ভেতরে এলোমেলোভাবে ঘোরাফেরা করছিলেন তিনি।
পরে বিষয়টি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নরের নজরে এলে তাকে তাদের অফিসে নিয়ে আসেন। নিজের বিষয়ে কোনো তথ্য দিতে না পারায় যোগাযোগ করা হয় অভিবাসীদের নিয়ে কাজ করা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাথে। পরে ওই নারীকে ব্র্যাক মাইগ্রেশন গ্রোগ্রামের কাছে হস্তান্তর করে এপিবিএন।
ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফার সেন্টারের ম্যানেজার আল আমিন নয়ন জানান, বুধবার সকালে হোসনে আরা নামের ওই নারী মানসিক ভারসাম্যহীন হয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন। কিন্তু তিনি নিজের বিষয়ে কিছু জানাতে না পারায় এয়ারপোর্ট আর্মড পুলিশ তাকে মাইগ্রেশন প্রোগ্রামের কাছে হস্তান্তর করেছে। তিনি জানান, তার পরিচয় নিশ্চিতে কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
পাসপোর্টের তথ্য বলছে, ভুক্তভোগী ওই নারীর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার খরাই গ্রামে। তার পিতার নাম, জয়নাল মিয়া। তিনি, ২০২৩ সালের ১৭ এপ্রিল গৃহকর্মীর কাজে জে আর এভিয়েশন সার্ভিসের মাধ্যমে সৌদি আরব গিয়েছিলেন।
Discussion about this post