সাম্প্রতিক সময়ে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ এবং ক্লাব, খেলোয়াড় ও বোর্ডের মধ্যকার বিশৃঙ্খল অবস্থা নিয়ে আলোচনা করতে একটি জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রোববার বিকাল ৪টায় অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হবে।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, সভায় আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনা হবে, আলোচনা হবে আম্পায়ারিং নিয়েও। এছাড়া, আরও কিছু বিষয় আছে, যেগুলো নিয়ে সম্প্রতি বোর্ড সমালোচনার মুখে পড়েছে, সেগুলোও সভায় তোলা হবে।
এর আগে গত ২৪ মার্চ বিসিবির একটি জরুরি সভা হওয়ার কথা ছিল। সেদিন তামিম ইকবাল হঠাৎ খেলার মাঠে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তা বাতিল করা হয়। এরপর গত এক মাসে বেশি কয়েকটি ঘটনা ঘটেছে, যা ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড ভালোভাবে সামাল দিতে পারেনি।
গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্টে সিরিজের আগে বিসিবি একটি জরুরি অনলাইন সভা ডেকেছিল। সেই সভায় বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এস এইচ/
Discussion about this post