কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় পার্টি।
শুক্রবার বেলা ১১টায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপস্থিত থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।বৃহস্পতিবার জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ওই দিন সন্ধ্যার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’ ব্যানারে একদল লোক একটি মিছিল নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যায়। এ সময় সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে আগুন দেওয়া হয়। এতে দুই পক্ষেরই দাবি, তাদের ওপর আগে হামলা হয়েছে।
এস এম/
Discussion about this post