বাংলাদেশ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, যা দেশের জন্য একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
চলতি বছরের অক্টোবর মাসে এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) প্রতিনিধিত্বের জন্য ভাইস প্রেসিডেন্ট পদের প্রার্থিতার কথা জানায় বাংলাদেশ। এপিজির সদস্যরা বাংলাদেশের প্রার্থিতাকে সর্বসম্মতিক্রমে সমর্থন করেন এবং তা কাউন্সিলের বৃহত্তর সদস্যপদের কাছে উপস্থাপন করা হয়।
মানবাধিকার কাউন্সিলের সকল সদস্য দেশের সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ দায়িত্বে নির্বাচিত হয়। এটি জাতিসংঘে বাংলাদেশের সক্রিয় এবং গঠনমূলক ভূমিকার প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
২০০৬ সালে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ নির্বাচন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস এবং বহুপাক্ষিক ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতির আরেকটি উদাহরণ।
এ অর্জন বাংলাদেশের মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে।
এ ইউ/
Discussion about this post