জাতীয় পার্টিকে (জাপা) গণহত্যার আসামি মন্তব্য করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ অভিযোগ করে বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে জাপার সংসদ সদস্যরা সরাসরি ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের হুকুম দিয়েছিলেন।
জাতীয় পার্টির সমাবেশ ঘোষণার প্রতিবাদে শনিবার (২ নভেম্বর) রাজধানীর মালিবাগ মোড়ে এনডিএম আয়োজিত ‘অবস্থান কর্মসূচিতে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হ্জ্জাজ বলেন, গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগের চামচামি করে লুটপাট করে যা টাকা কামাই করেছে, সেটাই জাতীয় পার্টির শক্তি। এদের নেতাকর্মীরা এত সংগঠিত বা শক্তিশালী না যে, ছাত্র-জনতার ওপর হামলা করবে। যুবলীগ-ছাত্রলীগের পলাতক কর্মীরাই জাতীয় পার্টির ছত্রছায়ায় এসব কাজ করেছে।’
জাতীয় পার্টি গণহত্যার আসামি উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমি নিজে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের ফোন করে আমাদের সঙ্গে হাসিনাবিরোধী আন্দোলনে শরিক হতে বলেছিলাম। কিন্তু তারা উল্টো আমাদের সবক দিয়েছিল হাসিনার গোলামি করার জন্য। এদের নেতারা পুলিশ, র্যাব, বিজিবিকে উৎসাহিত করেছিল গুলি করে আন্দোলন দমন করার জন্য।
তিনি বলেন, আমরা রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারের পক্ষে। কিন্তু জাতীয় পার্টি ও আওয়ামী লীগ দেশদ্রোহী। এদের কোনো রাজনৈতিক অধিকার থাকতে পারে না।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন এনডিএমের কেন্দ্রীয় নেতা মো. মিঠু আলী, অ্যাডভোকেট নূর উল্লাহ, মাহবুব আলম, তানভীর শহীদ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা জুয়েল প্রমুখ।
এম এইচ/
Discussion about this post