গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা কমপ্লিট শাটডাউনের মধ্যে মেট্রোরেল বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় মিরপুর-১০ এর মেট্রো স্টেশনের নিচে পুলিশ বক্সে আগুনের পর ডিএমটিসিএল দ্বারা এই সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আগামী মাসের প্রথম সপ্তাহে মেট্রোরেল (উত্তরা–কমলাপুর) চালুর সম্ভাব্য তারিখ ঘোষণা করতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক দ্য সঠিক কোনো তারিখ জানান নি।ডিএমটিসিএলের কর্মকর্তারা আজ বুধবার জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া মেট্রোরেলের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, মেরামতে ও কবে নাগাদ চালু করা যাবে তা জানতে গত ২২ জুলাই একটি কমিটি করা হয়েছে।
এস এম/
Discussion about this post