জামালপুরে ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী হোসেন জামায়াতে ইসলামী দলে যোগদান করায় উপজেলা বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপুর উপজেলা শাখার সহ-সভাপতি জনাব মো. আলী হোসেন আপনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যার ফলশ্রুতিতে দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় দলীয় আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের কারণে আপনাকে ইসলামপুর উপজেলা শাখার সহ-সভাপতি পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বহিষ্কার করা হলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আলী হোসেন দীর্ঘদিন থেকে ওয়ার্ড ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এর আগে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি। সর্বশেষ বিএনপির চলমান উপজেলা কমিটির ৪নং সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার গোয়ালেরচর এলাকার মোজাহার আলীর ছেলে। এক সময় তিনি জামালপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান মাহমুদ বাবুর ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জামায়াতে ইসলামীতে যোগদানকারী আলী হোসেন মোবাইল ফোনে ঢাকা পোস্টকে বলেন, বহিষ্কারের বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত হাতে কোনো নোটিশ বা চিঠি পাইনি। অনেকে আমাকে মোবাইলে একটি চিঠি পাঠিয়েছেন। বিএনপির প্রতি কোনো অভিযোগ নেই জামায়াতে ইসলামীর নীতি আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়েই এই দলে যোগদান করেছি। বাকি জীবন জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে থাকব।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকীর উপস্থিতিতে আলী হোসেন আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন। অনুষ্ঠানে তিনি জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুগত্য প্রকাশ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘ দলের নীতি-আদর্শ পরিবর্তন করে অন্য একটি রাজনৈতিক দলে যোদ দিয়ে তিনি দলের শৃঙ্খলার পরিপন্থি কাজ করেছেন। এজন্য তাকে কেন্দ্রীয় ও বিভাগীয় নির্দেশনা অনুযায়ী আলী হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এম এইচ/
Discussion about this post