জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলা ভাষার বইমেলার আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ২১ অক্টোবর এ মেলা হবে। আয়োজকরা জানান, যেখানে বাংলা ভাষার জনগোষ্ঠী রয়েছে সেখানেই ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা আবশ্যক। এতে আমাদের শেকড়ের বন্ধন আরও জোরালো হবে। এ চিন্তা থেকেই মেলার আয়োজন করা হচ্ছে।
আয়োজকরা আরও জানান, এ মেলার মাধ্যমে প্রবাসী বাঙালিদের মধ্যে একটি ঐক্য গড়ার চেষ্টা করা হবে। নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে প্রবাসে বাংলা চর্চাকে আরও সমৃদ্ধ করার প্রয়াস থাকবে।
এদিকে মেলা উপলক্ষে সম্প্রতি সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। এতে হাফিজুর রহমান আলম, খালেদ ইসলাম, আতিকুর রহমান সবুজ, হাবিব বাবুল, হাকিম টিটু, ময়দুল ইসলাম তালুদার, বাবু সরদার উপস্থিত ছিলেন। সুধীজনদের মধ্যে খদকার গনি, হাবিবুর রহমান হেলাল, খান লিটন, ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাঙালি লেখক, কবি, সাহিত্যিকরা বই মেলাতে অংশ নেবেন। তারা তাদের বইয়ের প্রেক্ষাপট সম্পর্কে বক্তব্য দেবেন। বইয়ের আলোচনার পাশাপাশি মেলায় গান, আবৃত্তি ও আপ্যায়নের ব্যবস্থা থাকবে।
Discussion about this post