মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় একটি মসজিদ আংশিকভাবে ভেঙে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। দেশটির বাগো অঞ্চলে ভূমিকম্পের কারণে মসজিদের একাংশ ধসে তাদের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুইজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। মিয়ানমারের বাগো অঞ্চলের তাউংনু শহর থেকে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন ওই প্রত্যক্ষদর্শীরা।
তাদের একজন বলেন, “আমাদের পবিত্র জুম্মার নামাজ চলার সময় ভূমিকম্প শুরু হয়। তিনজন ঘটনাস্থলেই মারা যান।”
আজ দুপুরের দিকে ৭.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে। এর উৎপত্তি ছিল ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের অবস্থান মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭.২ কিলোমিটার দূরে।
শক্তিশালী ভূমিকম্পটির কয়েক মিনিট পর একই এলাকায় ৬.৪ তীব্রতার ভূমিকম্প–পরবর্তী কম্পন অনুভূত হয়।
এম এইচ/
Discussion about this post