রাজধানীর ধানমন্ডিতে দিনদুপুরে সীমান্ত স্কয়ার শপিং মলের একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের দোকানে এ চুরি হয়।
পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে কতটুকু স্বর্ণালংকার চুরি হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি।
ধানমন্ডি মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সীমান্ত স্কয়ারের গ্রাউন্ড ফ্লোরে দুপুর একটার পর চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে চুরির প্রমাণ পাওয়া গেছে এবং জড়িতদের শনাক্তের কাজ চলছে। দোকানের মালিক, মার্কেট কর্তৃপক্ষ এবং সিকিউরিটি অফিসারদের সঙ্গে আলাপ চলছে। এখনো কোনো মামলা হয়নি, তবে বিষয়টি প্রক্রিয়াধীন।
ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, চুরির সময় দোকানে কোনো কর্মচারী উপস্থিত ছিলেন না। এই সুযোগে চুরির ঘটনা ঘটে। কতটুকু স্বর্ণালংকার চুরি হয়েছে, তা তদন্ত শেষ হলে জানা যাবে।
এ ইউ/
Discussion about this post