জুলাই-আগস্টে পতিত ফ্যাসিবাদী সরকার পরিচালিত গণহত্যা ও নৃশংসতা নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশনের চূড়ান্ত প্রতিবেদন ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রকাশ করা হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানিয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের পর্বত শহর দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে এই সাক্ষাৎ হয় তাঁদের।
সাক্ষাৎকালে ভলকার তুর্ক জানান, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গেও শেয়ার করা হবে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে প্রকাশিত হবে এই প্রতিবেদন।
এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধগুলোর তদন্ত করার জন্য জাতিসংঘ মানবাধিকার কার্যালয়কে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ছয়টি বড় স্বাধীন কমিশনের প্রতিবেদনগুলোও প্রায় একই সময়ে প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলো একে অপরকে পরিপূরক হিসেবে কাজ করতে পারে।
একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ মানবাধিকার প্রধানকে সহায়তার জন্য আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের নতুন করে ঢল থামানোর লক্ষ্যে মিয়ানমারের রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরি করার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলামও এই বৈঠকে উপস্থিত ছিলেন।
এম এইচ/
Discussion about this post