অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই আন্দোলনে চোখে ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ দুই জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তারা হলেন, চোখে গুলিবিদ্ধ ইমরান হোসাইন ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ মহিউদ্দিন রাব্বি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার ও ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের উদ্দেশে তারা রওনা দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানান।
এর আগে, ইমরান হোসাইন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিউট ও হাসপাতাল এবং রাব্বি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এখন পর্যন্ত ২২ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠালো সরকার।
এ ইউ/
Discussion about this post