গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমানসহ ২৪ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দিয়েছে সরকার।সোমবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর এবং পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে এসব সরকারি কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দেয়া হয়েছে।চিঠিতে বলা হয়েছে, গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে গুমের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ পাওয়া যায়। তদন্তের প্রয়োজনে বর্ণিত ব্যক্তিরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যে তাদের পাসপোর্ট বাতিলসহ পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পাসপোর্ট বাতিলের জন্য পাঠানো তালিকার বেশির ভাগ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের সময় সামরিক বাহিনীতে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন। কয়েকজন ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রধান। বাকিরা চাকরি জীবনে গোয়েন্দা সংস্থা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
এস এম/
Discussion about this post