খালি পেটে রোজা রাখছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সহধর্মিণী বুশরা বিবি। কারাবন্দি অবস্থায় সেহরি এমনকি ইফতারেও কোনো খাবার জুটছে না তাদের। ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ এনেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও খাইবার পাখতুনখোয়া সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ। এছাড়া ইমরান-বুশরা দম্পতির সঙ্গে সাক্ষাতের ওপর নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছেন তিনি। এছাড়াও তার মতে, এটি রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেওয়ার এক ঘৃণ্য পদক্ষেপ। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দেশটির সামা টিভি।
সাইফ অভিযোগ করেছেন, ইমরান খান ও বুশরা বিবিকে সেহরি ও ইফতারি দেওয়া হচ্ছে না, যা সরকারের নিপীড়নমূলক পদক্ষেপ হিসাবে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। সরকার এমন এক সময় এমন আচরণ করছে, যখন পুরো মুসলিম বিশ্ব ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছে। এমন পরিস্থিতিতে তাদের প্রতি এই নিষ্ঠুর আচরণ অগ্রহণযোগ্য বলে তিনি মন্তব্য করেন। এছাড়াও তিনি বিচার বিভাগের প্রতি ২৬তম সংবিধান সংশোধনীর শৃঙ্খল ভেঙে এই অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন। এদিকে যে কোনো চাপে সরকারের সঙ্গে কোনো আপস করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইমরান খানের বোন আলেমা। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে এমনটাই বিবৃতি দিয়েছেন তিনি। এছাড়াও ইমরানের স্বাস্থ্য সম্পর্কিত সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যগুলোকে গুজব বলেও উল্লেখ করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলেমা বলেন, ‘সাক্ষাতের সময় ইমরান খান সম্পূর্ণ সুস্থ এবং খুশি ছিলেন। তার কানে ব্যথা বা অন্য কোনো অসুখ নেই।’ ইমরান খানের স্বাস্থ্য সম্পর্কে মিথ্যা তথ্যে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি।
এম এইচ/
Discussion about this post