ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ফারুক মতব্বার (৪২) ও আনিচুর রহমান (৫৫) নামে দুই কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন ফরিদপুর জেলার সালতা থানার বড়-কাউনিয়া এবং একই উপজেলার ভাওয়াল গ্রামের বাসিন্দা।
আহত একই উপজেলার ভাওয়াল গ্রামের মতিয়ার রহমানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সকালে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে মিনি ট্রাকে মেহেরপুরে যাচ্ছিল চালকসহ চার ব্যক্তি। পথিমধ্যে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটি নামক স্থানে পৌঁছালে স্পিডব্রেকার অতিক্রম করে সামনের দিকে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা খায় মিনি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। সেসময় ট্রাকের চালক পালিয়ে যান।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এস আই/
Discussion about this post