সাফ অনূর্ধ্ব ১৭ ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সাডেন ডেথে হারিয়েছে পাকিস্তানকে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র থাকে। ফল নির্ধারণে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে ৮-৭ ব্যবধানে পাকিস্তানকে বিদায় করে শিরোপা নির্ধারণী
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভুটানের থিম্পুতে চাংলিমিথাং স্টেডিয়ামে ফাইনালের ওঠার লড়াইয়ে ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে প্রতিপক্ষের রক্ষন ভাঙ্গার চেষ্টা করে দু’দল। গ্রুপ পর্বে বাংলাদেশের পারফরম্যান্সে ছিলো বেশ কিছু দুর্বলতা। পাকিস্তানের বিপক্ষে সমান তালে লড়লেও সময়ের সাথের ফিনিশিং ঘাটতিতে সুযোগ নষ্ট হয় ফয়সালদের। নকআউট ম্যাচে সুযোগ নিতে না পারলে, তার খেসারত দিতে হয়। এ মাচেও তাই হয়েছে। লাল-সবুজদের হতাশ করে উল্টো ম্যাচে আধিপত্য বিস্তার করে পাকিস্তান।
৩১ মিনিটে কর্ণার থেকে বাংলাদেশের জালে বল জড়ায় তারা। প্রথমার্ধে ১-০তে এগিয়ে থাকা পাকিস্তান বিরতির পর আরো আক্রমনাত্বক হয়ে ওঠে। পেনাল্টি থেকে দ্বিগুন করে ব্যবধান। ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়া বাংলাদেশ ৭৪ মিনিটে লড়াইয়ে ফেরে। কর্নার থেকে গোল করে পাকিস্তানের জালে। সংঘবদ্ধ আক্রমণে পাকিস্তানি ডিফেন্সকে পরাস্ত করে বাংলাদেশের বদলি ফুটবলার মানিক প্লেসিংয়ে সমতা আনেন। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে।
এম এইচ/
Discussion about this post