ঘন কুয়াশায় কারণে টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার শুনশি গ্রামের অমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) এবং কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে এবং পাকুটিয়া কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী মাসুম মিয়া (১৯)।
নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোতাসির বিল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঘনকুয়াশার কারণে শেখ হাসিনা সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। এতে মোটরসাইকেলের চালক ও ট্রাকচালক একে অপরকে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধারসহ ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এদিকে জেলার ঘাটাইলের ধলাপাড়া ঘাটপাড় এলাকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মাহিন্দ্রার এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল বাসেদ (৭০)।
রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
এস আর/
Discussion about this post