ইন্ডিয়ার বহুজাতিক ই-কমার্স কোম্পানির বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। আর তা হলো, টার্গেট পূরণ বা কাজ শেষ না হওয়া পর্যন্ত টয়লেটেও যেতে পারে না এর কর্মীরা। এমনকি কাজ শেষ না করে টয়লেটে বা পানি পান করতে না যাওয়ার জন্য শপথও করানো হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন মতে, ভারতের হরিয়ানার মানেসারে আমাজন ইন্ডিয়ার একটি গুদামে কাজ করেন এমন একজন কর্মী জানিয়েছেন, কর্মীদের কেউ টয়লেটে গেলে ওই কর্মী ‘সময় নষ্ট’ করছেন কি না তা দেখতে সিনিয়র কর্মকর্তা টয়লেট চেক করেন করেন।
২৪ বছর বয়সী ওই কর্মী নাম না প্রকাশ করে জানিয়েছেন, সপ্তাহে পাঁচ দিন, দৈনিক ১০ ঘণ্টা কাজ করে ১০ হাজার ৮৮ রুপি বেতন পান তিনি। তিনি আরও বলেন, দুপুরের খাবার ও চা পানের জন্য ৩০ মিনিট করে বিরতি আছে। আমরা যদি কোনো বিরতি ছাড়া টানা কাজ করি তাহলেও দিনে চারটার বেশি ট্রাক ‘আনলোড’ করতে পারি না।
ওই কর্মী জানান, গত মাসে (১৬ মে) চা পানের ৩০ মিনিটের বিরতির পর তাদের শপথ করানো হয়, কাজ শেষ না হওয়া পর্যন্ত তারা টয়লেটে যাবেন না। তাদের কাজ ছিলো- ছয়টা ট্রাক থেকে মালামাল নামানো। গত মাসে ওই গুদামের ‘ইনবাউন্ড টিম’কে অন্তত আটবার এমন শপথ করানো হয়েছে। যেদিন খুবই ব্যস্ততা থাকে, তখন এ ধরনের আচরণ করা হয়। আর ‘আউটবাউন্ড টিম’কে একবার শপথ করানো হয়। তবে তাদেরকে প্রতিদিনই ওই শপথের কথা স্মরণ করিয়ে দেয়া হতো।
‘আউটবাউন্ড টিমে’র কাজ হলো গুদাম থেকে স্থানান্তর করার জন্য পণ্যগুলো দেখভাল করা। আর ‘ইনবাউন্ড টিমে’র কাজ গুদামে আসা পণ্যগুলোর দেখভাল করা। আমাজন ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করার পর সংস্থাটির এক কর্মকর্তা বলেন, তাদের নীতিমালায় এমন কিছু করার সুযোগ নেই। যদি কোনো ম্যানেজার এমন কিছু করে থাকেন তাহলে তাকে এটি সংশোধন করে নিতে বলা হবে।
এ এস/
Discussion about this post