টিকটকের জন্য ভিডিও বানানো নিয়ে সংঘর্ষ অস্বাভাবিক ঘটনা নয়। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। টিকটকের জন্য ভিডিও বানানো নিয়ে বিরোধের জেরে বোনকে গুলি করে হত্যা করেছেন আরেক বোন। অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে পাকিস্তানে।
রোববার (৩১ ডিসেম্বর) সংবাদমাধ্যম এআরাইয়ের বরাতে এনডিটিভি জানিয়েছে, পাঞ্জাবের গুজরাট জেলার সারাই আলমগীর জেলায় টিকটক ভিডিও নিয়ে ১৪ বছর বয়সী বোনের সঙ্গে অপর বোনের বিরোধ হয়েছিল। বিবাদে জড়ানো ওই দুই বোনের নাম সাবা আফজাল ও মারিয়া আফজাল। এর জেরে সাবা তার বোন মারিয়ার ওপর গুলি চালিয়ে দেন।
সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সাদ্দার পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেছেন।
পাকিস্তানের টিকটকের ভিডিওর জন্য প্রাণহানি নতুন নয়। চলতি মাসের শুরুর দিকে দেশটিতে টিকটক ভিডিও বানাতে গিয়ে দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছিলেন।
ওই তিন কিশোর মোটরসাইকেলে টিকটক ভিডিও বানাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সাথে সংঘর্ষে তারা নিহত হন।
সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দেশটিতে অনৈতিকতার অভিযোগে ধর্মীয় আলেমরা বেশ কয়েকবার টিকটক নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এরপর আংশিকভাবে বেশ কয়েকবার পাকিস্তানে টিকটক নিষিদ্ধ করা হয়েছিল।
সূত্র: এনডিটিভি
এফএস/
Discussion about this post