বেঙ্গালুরুর এম.চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১১ রানের জয় পায়। এই ম্যাচে ৭০ রানের একটি ইনিংস খেলেন বিরাট কোহলি। ৪২ বল খেলে ৭০ রান করে এদিন বিশ্বরেকর্ড গড়েন ভারতের এই মহাতারকা। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে একটি নির্দিষ্ট ভেন্যুতে সর্বাধিক ফিফটির রেকর্ড এখন কোহলির।
এ বারের আইপিএলে ঘরের মাঠে কোহলির এটাই প্রথম অর্ধশত। টি-টোয়েন্টি ক্রিকেটে এটা কোহলির ৬২তম অর্ধশত। এত দিন পাকিস্তানের বাবর আজমের সাথে যুগ্ম ভাবে এক নম্বরে ছিলেন তিনি। ৬১টি করে অর্ধশতরান ছিল কোহলি ও বাবরের। এখন বাবরকে টপকে গেলেন কোহলি।
টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলার তালিকায় ক্রিস গেইলকে (১১০ টি) টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিরাট। কোহলির মোট পঞ্চাশোর্ধ্ব ইনিংস এখন ১১১টি। এই তালিকার শীর্ষে আছেন ডেভিড ওয়ার্নার (১১৭ টি)।
উল্লেখ্য, চলতি আইপিএলে ব্যাট হাতে ৩৯২ রান করে ফেলেছেন কোহলি। কমলা টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। তার স্ট্রাইক রেট ১৪৪.১১।
এস এইচ/
Discussion about this post