বিশ্বকাপে ব্যর্থতার পর নেতৃত্ব ছাড়েন বাবর আজম। বাবর দায়িত্ব ছাড়ার পরপরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে টি-টোয়েন্টির অধিনায়কত্ব পান শাহিন আফ্রিদি। আর এবার আফ্রিদির সহকারী হিসেবে মোহাম্মদ রিজওয়ানকে দায়িত্ব দিলো পিসিবি।
নতুন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত রিজওয়ান। দলের সবাইকে নিয়ে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। তার ওপর আস্থা রাখায় পিসিবিকে ধন্যবাদও জানিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার।
রিজওয়ান বলেন, ‘পাকিস্তান টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হওয়া সম্মানের। আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য পিসিবিকে ধন্যবাদ জানাই। দলের সাফল্যে অবদান রাখতে অধিনায়ক, কোচিং স্টাফ এবং আমার সতীর্থদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’
রিজওয়ান ও আফ্রিদি দুজনের নতুন দায়িত্বে প্রথম অ্যাসাইনমেন্ট আসন্ন নিউজিল্যান্ড সফর। অস্ট্রেলিয়া সিরিজ শেষ করে ইতোমধ্যেই নিউ জিল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান দল। মঙ্গলবার তারা শুরু করবে অনুশীলন। প্রথম ম্যাচ হবে আগামী শুক্রবার।
এ এস/
Discussion about this post