টেনিস থেকে অবসর ঘোষণা দিলেন রাফায়েল নাদাল। স্প্যানিশ এই টেনিস তারকা অবশেষে বিদায়ের সিদ্ধান্ত নিলেন। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরেই ছিলেন। অবশেষে বিদায় নিলেন। তার শেষ প্রতিযোগিতা হবে আগামী মাসে মালাগায় অনুষ্ঠিতব্য ডেভিস কাপ ফাইনাল, যেখানে তিনি স্পেনের প্রতিনিধিত্ব করবেন।
এক ভিডিও বার্তায় রাফায়েল নাদাল জানিয়েছেন, এবার সময় এসেছে টেনিস কোর্ট থেকে বিদায় নেওয়ার। শারীরিক কারণেই সরে দাঁড়াতে হচ্ছে। চলতি মৌসুম শেষেই টেনিস থেকে বিদায় নেবেন ৩৮ বছর বয়সি এই তারকা। তিনি ক্যারিয়ারে ২২টি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন।
৩৮ বছর বয়সী নাদাল দীর্ঘ ক্যারিয়ারে ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, যা একটি রেকর্ড। তাকে বলা হয় ‘ক্লে কোর্টের রাজা’। এছাড়াও তিনি চারবার ইউএস ওপেন, দুইবার করে উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন। নাদালের ঝুলিতে রয়েছে একক এবং দ্বৈত বিভাগে অলিম্পিক স্বর্ণপদকও।
নাদাল তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচ এবং রজার ফেদেরারের সঙ্গে ‘বিগ থ্রি’ নামে পরিচিত ছিলেন, যারা ২০০০-এর দশক থেকে পুরুষদের টেনিসে আধিপত্য বিস্তার করে রেখেছিলেন। নাদালকে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়, যার ২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ী তাকে এই কৃতিত্বের চূড়ায় নিয়ে গেছে।
২০২৩ সালে ফ্রেঞ্চ ওপেনে না খেলার ঘোষণার সময়ই নাদাল জানিয়েছিলেন, ক্রমাগত চোটের কারণে ২০২৪ মৌসুমের পরই অবসরের চিন্তা করছেন। তবে শেষ পর্যন্ত প্যারিস অলিম্পিকে নোভাক জোকোভিচের বিপক্ষে পরাজয়ের পরই তিনি অবসরের সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে জীবনের সব কিছুরই একটি শুরু এবং শেষ থাকে।’
নাদালের শেষ প্রতিযোগিতা হবে ডেভিস কাপ ফাইনাল, যা ১৯-২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এ ইউ/
Discussion about this post