টেস্ট ক্রিকেট থেকে ভিরাট কোহলির অবসর ঘোষণার পর অনেকেই কথা বলছেন তার অর্জনগুলো নিয়ে। তুলে ধরা হচ্ছে তার বিভিন্ন রেকর্ড-কীর্তি। তবে এসবের পেছনে লুকিয়ে আছে কত পরিশ্রম আর ত্যাগের গল্প, যার সবটা তো আর লোকে জানে না। ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণ থেকে কোহলির অবসরের পর আবেগঘন বার্তায় সেসবই তুলে ধরেছেন তার স্ত্রী ও বলিউড তারকা আনুশকা শার্মা।
সামাজিক মাধ্যমে সোমবার ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টেনে দেন কোহলি। ২০১১ সালে টেস্টের আঙিনায় পা রাখা এই ব্যাটসম্যান ক্যারিয়ার শেষ করলেন ১২৩ ম্যাচে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান নিয়ে, ভারতের হয়ে যা চতুর্থ সর্বোচ্চ। সেঞ্চুরি ৩০টি ও ফিফটি ৩১টি।
কোহলির অবসরের পর ইনস্টাগ্রাম পোস্টে তাকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন আনুশকা। সেখানে ফুটে উঠেছে ভারতের সফলতম টেস্ট অধিনায়কের নিবেদন, ত্যাগ, খেলাটির প্রতি তার মনোভাব থেকে শুরু করে আরও অনেক কিছু।
“তারা সবাই রেকর্ড-অর্জনের কথা বলবে, কিন্তু আমি মনে রাখব কাউকে না দেখানো তোমার অশ্রু, না দেখানো যুদ্ধ আর টেস্ট ক্রিকেটের জন্য নিঃস্বার্থ ভালোবাসার কথা। আমি জানি এসব তোমার থেকে কতটা শুষে নিয়েছে। প্রতিটা টেস্ট শেষেই আরও একটু পরিণত, আরও একটু নম্র হয়ে ফিরেছো তুমি এবং তোমাকে এই সবকিছুর মধ্য দিয়ে বিকশিত হতে দেখা আমার জন্য দারুণ ব্যাপার।”
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণে ভারতীয় দল থেকে বিদায় নেন কোহলি। দেশের হয়ে এখন কেবল ওয়ানডেতে দেখা যাবে ৩৬ বছর বয়সী তারকাকে।
আনুশকা ভেবেছিলেন, টেস্ট ক্রিকেট দিয়েই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন কোহলি।
“যদিও আমি সবসময় কল্পনা করতাম, তুমি টেস্ট ক্রিকেট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বে। কিন্তু সবসময় হৃদয়ের কথাটাই শুনেছো তুমি। আমি কেবল বলতে চাই এমন বিদায়ের পুরোটাই তুমি অর্জন করে নিয়েছো।”
এস এইচ/
Discussion about this post