কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে চারটি নৌকাসহ ১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
বৃহস্পতিবার নাফ নদীর ঘোলার চর ও নাইক্ষ্যংদিয়ায় মাছ শিকারের সময় গোষ্ঠীটির সদস্যরা ওই জেলেদের ধরে নিয়ে যায় ।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির সভাপতি আবদুল জলিল বলেন, টেকনাফে ফেরার পথে বৃহস্পতিবার মাছ ধরার দুটি ট্রলারসহ ৯ জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমার।
এছাড়া শাহপরীর দ্বীপ এলাকা আরও দুটি নৌকাসহ ১০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে বলে জানিয়েছেন শাহপরীর দ্বীপ মাঝারপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর।
তিনি বলেন, মো. কালাইয়া এবং জাফর আলমের মালিকানাধীন দুটি নৌকা নিয়ে নাফ নদীতে মাছ শিকারে যায়। এসময় আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া করে তাদের ধরে নিয়ে যায়।
নামপ্রকাশে অনিচ্ছুক টেকনাফ সীমান্তের বিজিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, নাফ নদী থেকে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছেন। কী কারণে এ ঘটনা ঘটেছে সেটি তারা খতিয়ে দেখছেন। পাশাপাশি তাদের দ্রুত ফেরত আনার চেষ্টা চলছে।
এ ধরনের ঘটনা দুঃখজনক জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনিও শুনেছেন। এ ঘটনায় বিজিবির সাথে আলোচনা করে তাদের ফেরত আনার চেষ্টা চালানো হবে।
স্থানীয় মাছ ব্যবসায়ী মো. তারেক উর রহমান বলেন, প্রায় সময় জেলেদের মিয়ানমারে ধরে নিয়ে ঘটনা ঘটছে। এতে তারা খুব চিন্তিত। কেননা এটি সমাধান না হলে জেলেরা মাছ শিকারে যাবে না।
সবশেষ গত ১০ ফেব্রুয়ারি নাফ নদীতে থেকে ধরে নিয়ে যাওয়া চার জেলেকে এখনও ফেরত দেয়নি আরাকান আর্মি।
আর এম/
Discussion about this post