আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি জবানবন্দি দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই-আগস্ট মাসে গণহত্যা মামলায় প্রথমবারের মতো কোনো সরকারি কর্মকর্তা জবানবন্দি দিলেন। ট্রাইব্যুনালের প্রসিকিউটররা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকালে কঠোর গোপনীয়তার মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সিএমএম আদালতে হাজির করা হয়। অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনায় বিচারকের সামনে গণহত্যার মামলায় জবানবন্দি দেন তিনি।
সূত্র জানিয়েছে, বিচারকের খাসকামরায় সাবেক এ আইজিপি আড়াই ঘণ্টা ছিলেন। তবে, এটা কি তার ব্যক্তিগত স্বীকারোক্তিমূলক জবানবন্দি নাকি ওই সময় নির্দেশদাতাদের বিরুদ্ধে সাক্ষ্য এটা নিশ্চিত হওয়া যায়নি। আদালত সংশ্লিষ্টরাও এ বিষয়ে গোপনীয়তা বজায় রেখেছেন।
গত ৩ সেপ্টেম্বর ঢাকার উত্তরা থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। তিনি বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত আসামি। তাকে কয়েক দফায় রিমান্ডেও নেওয়া হয়। এর মধ্যে গুঞ্জন ছিল, তিনি জবানবন্দি দিতে পারেন।
এ ইউ/
Discussion about this post