ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ৫৯ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় বুধবার (৬ নভেম্বর) ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৪১৮টি মামলা এবং ৫৯ লাখ টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
এ ছাড়া ১০৭টি গাড়ি ডাম্পিং ও ৭৩টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাতদিন কাজ করছে।
এস এইচ/
Discussion about this post