রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে পৃথক অভিযানে ১ হাজার ৮৮৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সেই সঙ্গে অভিযানে ৫৩টি গাড়ি ডাম্পিং করার পাশাপাশি ৩৭টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনভর ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক পৃথক অভিযানে এসব মামলা ও গাড়ি ডাম্পিং করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে জানিয়েছে ডিএমপি।
এ ইউ/
Discussion about this post