যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি মামলার জন্য নিউ ইয়র্কে সোমবার জুরি নির্বাচন প্রক্রিয়া চলছে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালে ওয়াইট হাউস দখলের লড়াইয়ে সফল প্রচারণার ঠিক আগে কথিত পরকীয়া সম্পর্ক আড়াল করতে মুখ বন্ধ রাখার জন্য দেওয়া ঘুষ গোপন করতে তিনি ছক কষেছিলেন।
ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি এমন ফৌজদারি মামলার সম্মুখীন হলেন এবং যদি দোষী সাব্যস্ত হন তাহলে তার কারারুদ্ধ হওয়ার ঝুঁকিও রয়েছে।
ট্রাম্প গত সপ্তাহে তার ‘ট্রুথ সোশ্যাল’ মাধ্যমে অভিযোগ করেছিলেন, “আমাদের দেশে এমন কাণ্ড এর আগে ঘটেনি। সোমবার আমাকে একজন চূড়ান্ত বিরোধী ও দুর্নীতিগ্রস্ত বিচারকের সামনে বসতে ও চুপ থাকতে বাধ্য করা হবে। আমার প্রতি তার ঘৃণার কোনও সীমা নেই।
কয়েকজন আইন বিশ্লেষকের মতে, ট্রাম্পের চারটি মামলার মধ্যে তথ্য গোপন রাখার জন্য ঘুষ দেওয়ার মামলাটি সবচেয়ে কম সমস্যার। তবে ৫ নভেম্বরে নির্বাচনের আগে এই মামলাটিরই বিচারপ্রক্রিয়া শুরু হবে সম্ভবত।
ট্রাম্পের এক সময়ের কর্মচারী কোহেন এখন তার বিরুদ্ধে চলে গেছেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে তিনি অন্যতম প্রধান সাক্ষী হবেন। স্টেফানি ক্লিফোর্ড ওরফে স্টর্মি ড্যানিয়েলস এবং ম্যাকডুগাল সাক্ষ্য দেবেন বলেন মনে করা হচ্ছে।
নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ট্রাম্প পরে ওই বিচারপতির মেয়ে লরেন মার্চেনকে আক্রমণ করেন। তিনি মন্তব্য করেন, “এই বিচারকের পদত্যাগ করা উচিত এবং মামলাটিকে ছুঁড়ে ফেলা উচিত”
এম এম
Discussion about this post