কুষ্টিয়ার মিরপুরে খুলনাগামী মালবাহী ট্রেনের ধাক্কায় মাজিহাট ক্যাম্পের আইসি সাইদুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। শুক্রবার (৩ মে) দুপুরের দিকে মিরপুর উপজেলার কাটদহর রেল গেটে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তা হলেন নড়াইল জেলার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এসআই সাইদুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডিউটি শেষে মিরপুর উপজেলা মাজিহাট পুলিশ ক্যাম্পে মোটরসাইকেল যোগে ফেরার পথে কাটদহর রেল গেটে পৌছানো মাত্রই অপরদিকে খুলনাগামী মালবাহী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ঐ পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ এস/
Discussion about this post